পাচার প্রতিরোধে সজাগ থাকতে হবেঃকমান্ডার খাইরুল কবির

    0
    251
    সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিজিবি সিলেট সেক্টর কমান্ডার এ এস এম খাইরুল কবির (পিএসসি) বলেন,সীমান্ত এলাকায় কোন প্রকার মাদক,চোরাচালান,গরু, নারী পাচার ও সীমান্তের জিরোপয়েন্টে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সবাই মিলেমিশে দেশের স্বাথে ঐকবদ্ধ ভাবে কাজ করলে কোন চোরাচালান হবে না। তিনি  দায়িত্বরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিক  নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
    মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তের ৬ টি ক্যাম্প পরিদর্শন কালে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার এ এস এম খাইারুল কবির (পিএসসি) এসব কথা বলেন। তিনি সুনামগঞ্জ জেলার  তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়, চাঁনপুর, ট্যাকেরঘাট,বালিয়াঘাট,চারাগাও,মাছিমপুরসহ ৬টি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন।
    পরিদর্শন কালে বিকাল ৫টায় ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া কয়লা এলসি পয়েন্টে পরিদর্শন শেষে সীমান্ত রেখায় দায়িত্বরত ভারতীয় বিএসএফের এক সদস্যর সাথে সৌজন্য মূলক সাক্ষত করেন। সাক্ষাৎ শেষে বিএসএফ সদস্যের  হাতে মিষ্টির প্যাকেট তুলেদেন তিনি।
    এসময়  উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম, ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার সুবেদার লিয়াকত,লাউড়েরগড় ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিব মিয়া প্রমুখ।