পাচার হওয়া ৬ তরুনী ও ৫ কিশোর দেশে ফিরেছে

    0
    393

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৪মে,বেনাপোল থেকে এম ওসমান : মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের বোম্বে পাচার হওয়া ৬তরুনী ও ৫কিশোরকে দীর্ঘ ৩বছর পর বুধবার বিকালে আন্তর্জআতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল চেকপোষ্টের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন তারা। ফেরত আসা তরুনীরা, যশোর, নড়াইল, মাদারীপুর, বাগেরহাট ও ফরিদপুর, খুলুনা ও সাতক্ষিরা জেলার বিভিন্ন এলাকার অধিবাসি।

    বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরিফ জানান, তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে বোম্বে পাচার  হয়ে যায় ১১ কিশোর কিশোরী। এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুনীদের ঠাই হয় মানবধিবার আশ্রমে। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা।