পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    0
    149

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯মার্চ,গীতিগমন চন্দ্র রায়ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার সকাল এগাটায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ বণিক সরকারি বালিক উচ্চ বিদ্যালয় হতে  নারী দিবস ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক র‌্যালী বের হয়ে বটতলা পূর্বচৌরাস্তা হয়ে উপজেলা চত্ত্বরে পৌছে শেষ হয়। র‌্যালী শেষে পীরগঞ্জ অফিসারস ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খšদকার  এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ ইমদাদুল এমপি, উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ৬নং পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র মোঃ কশিরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দঃ শাকিনা বিন্তে শরীফ, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ওয়াহেদুর রহমান প্রমুখ। জানা যায়, ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবসের বিষয়বস্তু, নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা।

    এরই প্রেক্ষাপটে নারীদের সমভাগী অধিকার আদায়ে সকল পরিবারে সোচ্চার এবং বাংলাদেশের টেক্সটাইলস, গার্মেন্টস, বিভিন্ন ফেক্টরী কর্তব্যরত নারী শ্রমিক নির্যাতন, যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন  থেকে প্রতিরোধ করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে শান্তি শৃঙখলার মাঝে পালিত হয়।