পুলিশ নির্যাতন করেনা,মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যায়:স্বরাষ্ট্রমন্ত্রী

    0
    184

    “ঢাকায় সাংবাদিক নির্যাতনের এক প্রশ্নের জবাবে বলেন সাংবাদিক নির্যাতন পুলিশে করেনা, মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যায় এটা স্বাভাবিক:স্বরাষ্ট্রমন্ত্রী”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারী,আলী হোসেন রাজন,মৌলভীবাজার:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট ডিএমপিতে চালু করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে পৃথকভাবে কাউন্টার টেরিজম ইউনিট গঠন করার প্রক্রিয়া চলছে।

    এ ছাড়াও ঢাকায় সাংবাদিক নির্যাতনের এক প্রশ্নের জবাবে বলেন সাংবাদিক নির্যাতন পুলিশে করেনা, মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যায় এটা স্বাভাবিক।  তিনি ২৭ জানুয়ারি শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসের নগরে শাহ্ তোরনের ফলক উম্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

    পরে শমসের নগরে পিঠা উৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

    সুজা মেমোরিয়েল কলেজের অধ্যক্ষ বাবুল মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার চেম্বার সভাপতি কামাল হোসেন প্রমুখ।