ফুলে ফুলে ছেয়ে গেছে গাছবাড়ী মর্ডাণ একাডেমী কেন্দ্রীয় শহীদ মিনার

    0
    210

    আমারসিলেট24ডটকম,১৯ডিসেম্বর,জসিম উদ্দিন: মহান বিজয় দিবস স্বাধীনতাযুদ্ধ পর্বের অবিস্মরণীয় একটি দিন। লাখো শহীদের রক্তস্নাতে এ বিজয়। বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন সার্বভৌমত্ত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয়ের ৪৩ বছর পূুর্তি পার হলো। পাকিস্তানী শাসকদের শোষন, নিপীড়ন আর সুশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিলমিল করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানী শাসকগোষ্ঠির শোষন, বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। ১৬ ডিসেম্বর তথা মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিতে কানাইঘাট উপজেলার গাছবাড়ী মর্ডাণ একাডেমী কেন্দ্রীয় শহীদ মিনারে নানা সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে ফুলে ফুলে ছেয়ে গেছে। এ সময়
    কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবক দল, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের পৃথক দু’টি দল, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতি,গাছবাড়ী মর্ডাণ একাডেমী ছাত্র ও অভিভাবক সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করছেন।