বংলাদেশে গুগলবাসের উদ্বোধন

    0
    240

    আমারসিলেট24ডটকম,১২নভেম্বরঃ বাংলাদেশকে গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্ত করতে বংলাদেশে জি-বাস চালু করলো ইন্টারনেট জায়ান্ট গুগল। ঢাকাসহ দেশের ৭ বিভাগের ৩৫টি লোকেশন থেকে ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে থ্রিজি ইন্টারনেট সংযোগ সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে জ্ঞানের রাজ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে গুগলের এই বাসটি। একটি বাসের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যাবহারের উদ্যোগ নেয়া হয়েছে। ভারত থেকে নেয়া অভিজ্ঞতার আলোকে নেয়া এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ছয় কোটি মানুষকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা হবে।
    আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুগলবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এমার্জিং মার্কেটসের কান্ট্রিম্যানেজার জেমস ম্যাকক্লুর।

    এসময় গুগলের গণমাধ্যম মুখপাত্র জেরিফ ইউসুফ এবং দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।