বাহুবলে অবৈধ বালু জব্দঃহোটেলকে জরিমানা

    0
    330

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৯মে,নিজস্ব প্রতিবেদকঃ  জেলার বাহুবলে মহাসড়কের পাশ থেকে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি করাসহ নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    সোমবার (৮ মে) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফি উল্লাহ’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
    এ সময় উপজেলার হরিতলায় মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে পরিবহন করার অভিযোগে চার টেক বালু জব্দ করে নিলামে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
    পরে পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় একটি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা হয়েছে। এ সময় বাহুবল মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফি উল্লাহ জানান, পরিবেশ রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ আদালত পরিচালনা করা হয়েছে।