বিকাশে আসা টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো কিশোর

    0
    445

    কমলগঞ্জ প্রতিনিধিঃ  লোভে পড়ে মানুষ সততা থেকে অনেক দুরে সরে যায়। কিন্তূ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বারো বছরের এক কিশোর  তার বিকাশ নাম্বারে  রংপুর থেকে ভূল করে আসা উনিশ হাজার তিনশো তেত্রিশ টাকা ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করলো।  বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায়

    আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের জহির মিয়ার ছেলে এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পরশ আহমেদ স্থানীয় বিকাশ এজেন্ট নৈনারপার স্টুডেন্ট লাইব্রেরীতে এসে টাকার প্রকৃত মালিক রংপুর জেলার ওবায়দুল হকের কাছে ফেরত পাঠায়। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারন সম্পাদক রাহেল মিয়া, তরুণ সমাজসেবক আকাশ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। টাকা ফেরত পেয়ে ওবায়দূল হক  পরশের সততায় মুগ্ধ হয়ে বলেন, তার জীবনে এ রকম দৃষ্টান্ত বিরল।