বিচারপতি আঃ হাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নির্বাচিত

    0
    236

    এস এম সুলতান খান,চুনারুঘাটঃ  চুনারঘাট উপজেলার কৃতি সন্তান সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই, তিনি বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত আবারও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। গতকাল ২৫ জুলাই ১৯ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আব্দুল হাইকে পুনঃরায় দুই বছর মেয়াদী চুক্তি ভিত্তিক শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

    তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন (জজবাড়ী) গ্রামে জন্ম গ্রহন করেন। আব্দুল হাই সাবেক জজ ও সুপ্রীম কোর্টের হাই কোট বিভাগের বিচারপতি ছিলেন। আঃ হাই এর ছেলে দ্বয় বড় ছেলে আরিফুল হাই রাজিব, তিনি আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিম কোর্ট।