বিজয়ের মাসে বন্যপ্রাণী অবুমক্ত

    0
    185

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকি ছড়া এলাকায় নানা জাতের ১৪টি বন্যাপ্রাণী অবুমক্ত করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৬ ডিসেম্বর শুক্রবার বেলা আড়াইটায় জানকনিছড়ায় ১টি মেছে বাঘ, ৩টি বাদামী বানর, ২টি বিলুপ্ত প্রায়  সোনালী বিড়াল, ৭টি পরিজায়ী পাখি, ও ১টি গোখরা সাপ অবমুক্ত করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়নের সহকারী অধিনায়ক মেজর  ইকবাল মাহমুদ, সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব সহ বন বিভাগের কর্মকর্তারা।

    বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান , এসব বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে এসে লোক জনের হাতে ধরা পড়ে অনেকসহ আহত হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সেবা প্রদান শেষে এগুলোকে আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।