বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

    0
    277

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মে,স্পোর্টস রিপোর্টারঃ দেশের মাটিতে জিম্বাবুয়ে,পাকিস্তান,ভারত,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কাহিনী কোন বাঙালী না জানে।এমন কি দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ২ বার বাংলাওয়াশের ইতিহাস প্রত্যেক বাঙালী ক্রিকেট প্রেমী হয়তো স্বর্ণাক্ষরেই লিখে রেখেছেন তাদের অন্তরে।
    তবে মাস কয়েক আগে নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী হয়ে মাঠে নেমেছিল টাইগাররা।নিজেদের মানানসই কন্ডিশনে,অভ্যস্ত বাউন্সি পিচে বেশ ভালোভাবেই টাইগারদের অাকড়ে  ধরেছিল কিউইউরা।তিন ফরম্যাটেই হোয়াইট ওয়াশের তকমা লাগিয়ে দিয়েছিল বাংলাদেশকে।
    তবে এবার মাঠ বাংলাদেশের কিংবা নিউজিল্যান্ড কারোই নয়।নিরপেক্ষ ভেন্যু আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ড।ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ হারলেও সিরিজের শেষ ম্যাচেই খুব ভালোই শিক্ষা দিয়েছে কিউইউদের।টাইগাররা তাদের হারিয়েছে ৫ উইকেটে।টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া সৌম্য আজ রানের খাতা না খুলেই বিদায় নেন।এদিকে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে ক্রিকেট ইতিহাসে চতুর্থ খেলোয়ার হিসেবে রেকর্ড করে তামিম ইকবাল।ব্যাক্তিগত ৬৫ রান করে বিদায় নেন তামিম।সাব্বির রহমান ও জ্বলে উঠেন দারূণভাবে।তার ব্যাট থেকে বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ ৬৫ রান।তবে জ্বলে উঠতে পারেন নি তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।শেষ পর্যন্ত মুশফিক ও মাহমুদউল্লাহ দুইজন মিলে জয় নিয়েই মাঠ ছাড়ে।মুশফিক ৪৫* ও মাহমুদউল্লাহ ৪৬* রানে অপরাজিত থাকেন।
    এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে টম লাথামের ৮৪,ব্রুম ও টেইলরের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭০ রান তুলে নিউজিল্যান্ড।বাংলাদেশের পক্ষে মাসরাফি,সাকিব ও নাসির হোসেন ২ টি করে উইকেট নেন।১ টি করে উইকেট নেন মুস্তাফিজ ও রোবেল হোসেন।
    আয়ারল্যান্ডের সাথে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হউয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল বাংলাদেশকে।যে কারণে বাংলাদেশের সাথে হেরেও চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।