বিশ্বকাপের উদ্বোধনীতে সৌদিকে ৫গোলের উপহার রাশিয়ার

    0
    251

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫জুন,ডেস্ক নিউজঃ অপেক্ষার প্রহর শেষে রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠল ২০১৮ বিশ্বকাপের। মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ২১তম আসর। তবে দেশটির ফুটবলের তীর্থভূমি লুঝনিকি স্টেডিয়াম। যেখানেই বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ক্রীড়া জজ্ঞের।

    অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় থেকেই শুরু হয়ে যায় অন্যন্য পর্ব। ফিফা প্রেসিডেন্টের ‎জিয়ান্নি ইনফান্তিনোর ভাষণের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান পর্ব।

    উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে তখনো বাকি আধ ঘণ্টা। ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস উন্মোচন করেছিলেন এবারের বিশ্বকাপের শিরোপা। রাশিয়ার মাঠের প্রথম বিশ্বকাপের পর্দা ওঠার শুরুটা হয়েছিল সেখান থেকেই।

    লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।

    পর্দা ওঠার  উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আধা ঘণ্টা পর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপের ২১তম আসরের।আর এ আসরে সৌদি আরবকে ৫ গোল উপহার দিয়ে রাশিয়া নিজের অবস্থান তৈরি করতে সুযোগ পেল।