বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী পালিত

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃআজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারী ) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্ম বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে নূর মোহাম্মদনগরে বীরশ্রেষ্ঠ শহীদ  নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের আয়োজনে কোরআনখানি,র‌্যালী , পুস্পস্তবক অর্পন, গার্ড অব অনার প্রদান , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বিভিন্ন সংগঠনসহ অনেকে।

    জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়। পরে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ কমপ্লেক্সে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মোঃ আজিজুর রহমান ভুঁইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ম্হফিল অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। তিনি ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন।