ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে ছাতকে এম এ মান্নান

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২মার্চ,চান মিয়া,ছাতক (সুনামগঞ্জ): অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ছাতকের মুক্তিরগাঁও এলাকাসহ সুরমা নদীর ভাঙ্গন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার শহর রক্ষাও ছাতকে নদী ভাঙ্গন রোধে পাউবো একাধিক প্রকল্প হাতে নিয়েছে।

    শীঘ্রই এসব প্রকল্পে কাজ শুরু হতে পারে। এসময় তিনি নদী শাসনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে বলেন, সারা দেশে নদী শাসনে সরকারের যূগান্তকারি পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এগুলো বাস্তবায়নের পথে রয়েছে। নদী শাসন প্রকল্প বাস্তবায়ন হলে সুনামগঞ্জ জেলাবাসিও এর সূফল ভোগ করবে।

    সোমবার (১৯মার্চ) ছাতক পৌরসভার রহমতকাগ এলাকার রহমত মঞ্জিলে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, আলহাজ্ব রহমত আলীসহ গন্যমান্য লোকজন।