ভারতে পাচারের কালে বেনাপোলে নারী উদ্ধার

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাইঃ এম ওসমান: সাতক্ষীরার শ্যামনগর থেকে অপহৃত হওয়া হোসনে আরা (৩০) নামে এক নারীকে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

    মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের পুটখালী থেকে তাকে  উদ্ধার করে বিজিবি। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের জয়নাল সরদারের মেয়ে।

    ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার সফিউদ্দীন হাওলাদার জানান, তাদের একটি টহল দল টহলরত অবস্থায় দেখতে পায় এক নারীকে কয়েকজন যুবক একটি ইজিবাইকে করে নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাওয়ার সময় মসজিদ গেট এলাকায় তাদেরকে ধাওয়া করলে পাচারকারীরা তাকে ফেলে পালিয়ে যান।

    পরবর্তীতে নারীর কাছ থেকে জানা যায়, অপহরণকারীরা গত দুই মাস আগে সাতক্ষীরার শ্যামনগর থেকে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ২৭ জুলাই রাতে একটি মাইক্রোবাস যোগে বেনাপোল পুটখালী সীমান্তে নিয়ে এক দালালের হাতে তুলে দেন।