মাধবপুরের উত্তরাঞ্চলে নতুন থানার দাবী এলাকাবাসীর

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ফেব্রুয়ারী,এম এ কাদেরঃ মাধবপুর উপজেলার শাহাজাহানপুর, জগদিশপুর, নোয়াপাড়া ,ছাতিয়াইন, ও বাঘাসুরা এই পাচঁটি ইউনিয়ন নিয়ে মাধবপুর উত্তর অঞ্চল একটি নতুন পুলিশ থানা গঠনের লক্ষ্যে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হল রুমে গোল টেবিল (এক বিকালে) আলোচনা অনুষ্টিত হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, মাধবপুরের উত্তরাঞ্চল একটি শিল্প এলাকা ও অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠেছে। প্রায় ৯৩ হাজার ভোটারের এই পাচঁ ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় ৪ লক্ষ্য।

    এছাড়াও শিল্পাঞ্চল হওয়াতে দেশি বিদেশী মিলিয়ে বহিরাগত লোকদের আনাগোনা দিন দিন বাড়ছে। চা বাগান, রাবার বাগান, জ্বালানী সহ প্রাকৃতিক সম্পদের ভর পূর এই অঞ্চল ।

    এই অঞ্চলের আইন শৃংখলা তথা চুরি, ডাকাতি, মাদক চোরাচালান সহ আইন শৃংখলার উন্নয়নের জন্য জনস্বার্থে একটি পৃথক পুলিশ থানা গঠন করা জরুরী দরকার।

    এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণের যা যা করা দরকার করতে হবে। এই অঞ্চলের সকলের সমন্নয়ে এটিকে একটি গণ দাবিতে পরিণত করতে হবে। আলোচনা সভা শেষে এ ব্যাপারে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ইমরুল কায়েসকে আহবায়ক করে যুব থানা বাস্তবায়ন ফ্রন্ট ও সাইফুর রহমান লিখনকে আহবায়ক করে ছাত্রসমাজ থানা বাস্তাবায়ন ফ্রন্ট নামে দুটি সহযোগী কমিটি গঠনের সুপারিশ করা হয়।

    উক্ত আলোচনা সভায় সৈয়দ মোঃ রেজাউল মস্তোফা রাসেলের সভাপতিত্বে শিক্ষা নবীশ এডভোকেট সাইফুর রহমান লিখনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোজাহিদ বিন ইসলাম।

    এছাড়া এই আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব (সাধারণ সম্পাদক) সাংবাদিক এম এ কাদের,  মুখলেছুর রহমান, আরিছ উদ্দিন লালু মেম্বার, লিয়াকত আলী মজনু, মিজানুর রহমান চকদার, গিয়াস উদ্দিন, অমল চন্দ্র সরকার, মিজবাহ উদ্দিন ভূইয়া, বাবু চৌহান মেম্বার, সন্তোষ মুন্ডা মেম্বার, মিরা কৈরী মহিলা মেম্বার, শফিকুল ইসলাম শফিক, নুর উদ্দিন চৌধুরী ও বোরহান উদ্দিন,রুকনুজ্জামান সারোয়ার আলম, ও ছাতিয়ানের মোঃ আব্বাস মিয়া ও স্বপন দেবসহ আরও অনেকে।