মাহে রমজানের ৫টি নেয়ামত !

    0
    247

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মে,সাইফুল ইসলাম রোবাইয়েতঃ মহানবী (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ফরমান: আমার উম্মতকে রমজান মাসে এমন পাঁচটি জিনিস দেয়া হয়েছে-যা আগের কোনো নবী বা উম্মতকে দেয়া হয়নি।

    প্রথমটি হচ্ছে, মাহে রমজানের প্রথম রাতে মহীয়ান-গরীয়ান আল্লাহ তাদের দিকে বিশেষ নজর দেন। আর আল্লাহ যার দিকে বিশেষ নজর দেন – তাকে কখনো সাজা দেন না।

    দ্বিতীয়টি হলো, (এ মাসে) প্রতিদিন মহামহিম আল্লাহ তাঁর বেহেশতকে হুকুম দেন: তুমি আমার বান্দাদের জন্যে সেজে-গুজে তৈরী হও। শিগগিরই আমার নেক-বান্দারা দুনিয়ার ঝক্কি-ঝামেলা ফেলে আমার ঘর ও মহিমা তথা তোমার কাছে চলে আসবে।

    তৃতীয়টি হচ্ছে, সন্ধ্যায় রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও খুশবুদার।

    চতুর্থটি হলো, ফেরেশতারা প্রতিদিন ও রাতে এবং সাগরের মাছেরা ইফতার পর্যন্ত তাদের গুণাহ মাফের জন্যে দোয়া করে।

    পঞ্চমটি হচ্ছে, (রমজানের) শেষ রাতে তাদের সবাইকে মাফ করে দেয়া হয়। একজন জিজ্ঞেস করলো: ওগো আল্লাহর রাসূল, এটি কি কদরের রাত? তিনি ফরমালেন: না।

    তুমি কি মজুরদের দেখনি যে, ওরা কাজ শেষ করলেই ওদের মজুরী দিয়ে দেয়া হয়? (আহমাদ, বাঝঝার, ইবনে হিব্বান ও বায়হাকী)।