মৌলভীবাজারের প্রাণকেন্দ্র ইসলামপুরে মাদ্রাসা নির্মান শুরু

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চঃ ৩৬০ আওলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট বিভাগের মধ্যমনি  জেলা শহর মৌলভীবাজারের প্রাণকেন্দ্র ইসলামপুর খানকা শরিফ প্রাঙ্গণে-ইসলামের মুল ধারা “আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে প্রাতিষ্ঠানিক রুপ দানের লক্ষ্যে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের  সভাপতি দানবীর আলহাজ্জ পীর আলী নুরুল্লাহ শাহ কর্তৃক দানকৃত জমিতে একটি ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন কাজ সম্পন্ন হল। খানকা প্রাঙ্গণে প্রথমে একটি তিনতলা ভবনের নির্মান কাজ চালু হলো এবং অপর পাশে পাঁচতলা ভবন করার প্রস্থাবনা রয়েছে।

    এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, এবং জেলা আহলে সুন্নাতের সভাপতি আলহাজ পীর আলী নুরুল্লাহ শাহ ‘র বদান্যতা ও উদ্যোগে এর যাত্রা শুরু। তবে এর প্রেরনা হলো  পীর আলী নুরুল্লাহ শাহ ‘র সাউত আফ্রিকার এক পীর অপর দিকে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ)।

    গত ১৫ জানুয়ারি ২০১৬ জুমাবার এ পীর নুরুল্লাহ সাহেব চট্টগ্রামে গিয়ে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ) কেবলার সাথে আলমগীর খানকাহ শরিফে দেখা করেন এবং( তাঁর এ জায়গার দলিলপত্র সহ) আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে জায়গা এবং প্রতিষ্ঠিতব্য মাদ্রাসা পরিচালনার অধিকার হস্তান্তরের ঘোষনা দেন।