মৌলভীবাজারে ঈদুল ফিতর উদযাপিত

    0
    230

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুন,আলী হোসেন রাজন ,মৌলভীবাজার প্রতিনিধিঃ   মৌলভীবাজারে এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে  পবিত্র ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৬জুন) সকাল ৭ টায় শহরের শাহমোস্তফা সড়কস্থ মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ১ম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম। সকাল ৮টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন, শহরের পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুহিবুর রহমান। সকাল ৯টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন, সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা।

    সকল ভেদাভেদ ভুলে সর্বস্থরের মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রথম জামাতে জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান ,যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান সুমন,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে  দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

    এদিকে শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোষাকে আইন-শৃংখলা বাহিনী দ্বায়িত্ব পালন করে।