মৌলভীবাজারে নির্বাচনঃআওয়ামীলীগ-১০,বিএনপি-৪,সতন্ত্র-১

    0
    421

    মৌলভীবাজার ২টি উপজেলায় ১৫টি ইউনিয়ন নির্বাচনের বেসরকারী ফলাফল

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মার্চ,জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজারের দুটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টি আওয়ামীলীগ, ৪টি বিএনপি ও একটি আওয়ামী সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৭টি আওয়ামীলীগ,১টি আওয়ামীলীগ (বিদ্রোহী) ও ২টি বিএনপি। আর জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৩টি আওয়ামীলীগ ও ২টি বিএনপির প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বর্ণি ইউনিয়ন এনাম উদ্দিন (নৌকা), নিজবাহাদুরপুর-মইনুল হক (নৌকা), উত্তর শাহবাজপুর- আহমদ জুবায়ের লিটন (নৌকা), দক্ষিণ শাহবাজপুর-শাহাব উদ্দিন (আ’লীগ বিদ্রোহী,ঘোড়া), বড়লেখা সদর- সুয়েব আহমদ (নৌকা), তালিমপুর-বিদ্যুৎ কান্তি দাস (নৌকা), দক্ষিণভাগ উত্তর- এনাম আহমদ (নৌকা), দক্ষিণভাগ দক্ষিণ- আজির উদ্দিন (নৌকা), সুজানগর-নছিব আলী (ধানের শীষ), দাসেরবাজার-কমর উদ্দিন (ধানের শীষ)।

    জুড়ী উপজেলার জায়ফরনগর-মাছুম রেজা (ধানের শীষ),পশ্চিম জুড়ী-শ্রীকান্ত দাস (নৌকা), পূর্বজুড়ী-সালেহ উদ্দিন আহমদ (নৌকা), গোয়ালবাড়ি-শাহাব উদ্দিন আহমদ লেমন (নৌকা), সাগরনাল-এমদাদুল ইসলাম চৌধুরী (ধানের শীষ)।

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফল।

    ১. দাসের বাজার, কমর উদ্দিন,বিএনপি। নিকটতম প্রার্থী মো. নজব আলী, আওয়ামীলীগ।

    ২. দক্ষিণ শাহবাজপুর, মো. সাহাব উদ্দিন,আওয়মামীলীগ বিদ্রোহী। নিকটতম প্রার্থী নাহিদ আহমদ বাবুল ,বিএনপি ।

    ৩. উত্তর শাহবাজপুর, আহমদ জুবায়ের লিটন, আওয়ামীলীগ । নিকটতম প্রার্থী মো, আকবর আলী, জামাত।

    ৪. নিজ বাহাদুরপুর, মইনুল হক,আওয়ামীলীগ। নিকটতম প্রার্থী আলাল উদ্দিন ,বিএনপি ।

    ৫. বড়লেখা, সোয়েব আহমদ,আওয়ামীলীগ। নিকটতম প্রার্থী জাহিদুল ইসলাম মামুন,বিএনপি ।

    ৬. তালিমপুর, বিদ্যুৎ কান্তি দাস, আওয়ামীলীগ। নিকটতম প্রার্থী দেলোয়ার হোসেন,বিএনপি ।

    ৭. বর্ণি, মো. এনাম উদ্দিন,আওয়ামীলীগ। নিকটতম প্রার্থী মো. জয়নাল আবেদীন,বিএনপি ।

    ৮.সুজানগর, মো.নছিব আলী,বিএনপি। নিকটতম প্রার্থী মো.ইমরুল ইসলাম,বিএনপি বিদ্রোহী ।

    ৯.দক্ষিণভাগ উত্তর,এনাম উদ্দিন,আওয়ামীলীগ।নিকটতম প্রার্থী জবলু আহমেদ,জামাত ।

    ১০.দক্ষিণভাগ দক্ষিণ,আজির উদ্দিন,আওয়ামীলীগ।নিকটতম প্রার্থী মহিউদ্দিন আহমদ আদনান, বিএনপি।

    মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফল।

    ১. জায়ফরনগর, মাছুম রেজা,বিএনপি। নিকটতম প্রার্থী হাজী মুসলিম উদ্দিন,বিএনপি বিদ্রোহী।

    ২. গোয়ালবাড়ি, মো. শাহাব উদ্দিন আহমদ লেমন, আওয়ামীলীগ । নিকটতম প্রার্থী মো. মোস্তক খান,বিএনপি।

    ৩. সাগরনাল, মো.এমদাদুল হক লিয়াকত, বিএনপি । নিকটতম প্রার্থী আব্দুল হান্নান চৌধুরী,বিএনপি বিদ্রোহী।

    ৪. পশ্চিমজুড়ি, শ্রীকান্ত দাস, আওয়ামীলীগ । নিকটতম প্রার্থী আনফর আলী মেম্বার, আওয়ামীলীগ বিদ্রোহী।

    ৫. পুর্বজুড়ি, সালেহ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ । নিকটতম প্রার্থী মঈনুল ইসলাম মঈন, আওয়ামীলীগ বিদ্রোহী।