মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের সভা আগামী ৩০ জানুয়ারি

    0
    186

    আমারসিলেট24ডটকম,০৯ডিসেম্বরঃ আগামী ৩০ জানুয়ারি‘১৫ মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির এক কর্মী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়নের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি সিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টঃ ১৯৬৩)-এর সহ-সভাপিত মীর মোঃ জসিমউদ্দিন।

    সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন, চৌমুহনা আঞ্চলিক কমিটির যুগ্ম-আহবায়ক আব্দুল জলিল, শফিক মিয়া, কামাল মিয়া, মিজান মিয়া প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রিকশা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া।

    সভার শুরুতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭এর কেন্দ্রীয় সার্কুলার পাঠ করে এর আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।

    সভায় বক্তারা বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানান।

    সভায় প্রস্তাবে কালাগুল চা-বাগানের শ্রমিকদের প্রতি অভিনন্দন জানিয়ে বলা হয় রেকর্ড একটানা দীর্ঘ ১৫০ দিন সফল ধর্মঘট করে দাবি আদায়ে যে দৃঢ়তা দেখিছেন তা এদেশের শ্রমিক আন্দোলনে নতুন ইতিহাস সৃস্টি করেছে ।

    ৪র্থ জেলা সম্মেলনকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা আহবান করা হয়েছে।