রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস উপলক্ষে সংবাদ সম্মেলন

    0
    220

    আমারসিলেট24ডটকম,২০এপ্রিলবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস উপলক্ষে আজ ২০ এপ্রিল সকাল ১১টায় শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিকসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননউপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড হাজেরা সুলতানা, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শেখ সাহিদুর রহমান, কমরেড এনামুল হক এমরান, বিকল্প সদস্য কমরেড আনোয়ারুল হক বাবলু, কমরেড দীপংকর সাহা দিপু, কমরেড আবু হানিফ, কমরেড আবদুল খালেক প্রমুখ

     নিচে সংবাদ সম্মেলনের পূর্ণাঙ্গ বক্তব্য দেয়া হলো

     প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস উপলক্ষে সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতিকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছিআমাদের পার্টি আগামী ২৪-২৭ এপ্রিল রাজশাহীতে এই কংগ্রেস অনুষ্ঠান করবে

    প্রিয় বন্ধুগণ,

    বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রাণপ্রিয় পার্টি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা গণতন্ত্রের ধারা রক্ষাসহ সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলায় বিরামহীন সংগ্রাম করে চলেছেএদেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিসহ দক্ষিণপন্থী শক্তি অতীতের যে কোনো সময়ের চেয়ে সংঘবদ্ধ এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছেগত ৫ জানুয়ারির নির্বাচন ও তার পূর্ববর্তী ১ বছর ধরে সেই অপশক্তির আঘাত এদেশের জনগণ প্রত্যক্ষ করেছেনবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সেই অপশক্তিকে মোকাবেলা করেছে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে নিয়েসেই বিপদ এখনও বিদ্যমান এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ভিত্তিকে শক্তিশালী করতে ঐক্যের ধারা অব্যাহত রাখার বিকল্প নেইদীর্ঘমেয়াদী এই সংগ্রামে ওয়ার্কার্স পার্টি মনে করে এদেশে প্রকৃত শ্রমজীবী মেহনতি মানুষের রাজনৈতিক শক্তির বিকাশই পরাজিত করতে পারে ঐ ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকেগড়ে তুলতে পারে জনগণের বিকল্প শক্তিআগামী দিনের সেই লক্ষ্য নিয়ে পার্টি নবম কংগ্রেসে চারটি মূল স্লোগান নির্ধারিত করেছেএই স্লোগান হচ্ছে (১) সাম্রাজ্যবাদী-মৌলবাদী ষড়যন্ত্র রুখো, (২) অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখ (৩) জীবনজীবিকার সাথে সম্পর্কিত গণভিত্তিক পার্টি গড়ে তোল (৪) বাম বিকল্প শক্তিভিত গড়ে তোল

    প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

    ২৪ এপ্রিল সকাল ১০টা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবেরাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টায় উদ্বোধন পর্বে রয়েছে মৌলবাদী আক্রমণে শহীদ জামিল আখতার রতনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনসহ জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের বক্তৃতা২৪ এপ্রিল সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে কংগ্রেসের মূল পর্ব শুরু হবেপরের তিন দিন রাজনৈতিক প্রস্তাব, রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট গ্রহণ, অডিট কমিটির রিপোর্ট গ্রহণ ও নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে

    প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

    আপনাদের মাধ্যমে আমাদের সম্মেলনের প্রস্তুতির দিক জনগণের মাঝে তুলে ধরতে চাই।নবম কংগ্রেসে রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতির প্রধান দিক ছিল রাজনৈতিক প্রস্তাব ও রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টসহ দুটি দলিল৭৭টি সাংগঠনিক জেলার তৃণমূলের শাখা, সেলে এ দলিলের ওপর মতামত সংগঠিত সম্পন্ন হয়েছেগত ১৮ এপ্রিল তারিখে সকল সাংগঠনিক জেলা সম্মেলন সম্পন্ন করেছেএ বছরে গঠনতন্ত্রের নতুন অনুশীলন হবেপ্রতিটি জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছেকেন্দ্রীয় কংগ্রেসের জন্য প্রতিটি সাংগঠনিক জেলার প্রতিনিধি পর্যবেক্ষক নির্বাচিত হয়েছেএর সর্বমোট সংখ্যা ৫৫০ জনঅভ্যর্থনা কমিটির আহ্বায়ক কমরেড ফজলে হোসেন বাদশা এমপির নেতৃত্বে ১৫০০ স্বেচ্ছাসেবক সম্মেলনের প্রতিটি কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেনরাজশাহী, নগরের বড় বড় বিলবোর্ডগুলোতে কংগ্রেসের স্লোগান শোভিত হচ্ছে৩০টি ওয়ার্ডসহ নগরীর ব্যস্ত সড়কগুলোতে লাল পতাকা উড়ছেরাজশাহী নগরী এখন লাল পতাকা নগরীতে রূপান্তরিত হয়েছে

     প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

    নবম কংগ্রেসে সার্কভুক্ত দেশসমূহের পার্টি প্রতিনিধি বিশেষতঃ ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, সমাজতান্ত্রিক ভিয়েতনাম, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার প্রতিনিধিরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেনচীন ও কিউবার কমিউনিস্ট পার্টির তরফ থেকে প্রতিনিধি আসার সম্ভাবনা রয়েছেএছাড়া তুরস্কের ওয়ার্কার্স পার্টি তাদের প্রতিনিধি পাঠাচ্ছেনএর বাইরে সারা বিশ্বের ৪৭টি পার্টি তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন

    আন্তর্জাতিক নেতৃবৃন্দের বাইরে ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ঐক্যন্যাপ, পার্বত্য জনসংহতি সমিতির নেতৃবৃন্দ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন

    এছাড়া কংগ্রেসের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল রাজশাহীতে ওসঢ়বৎরধষরংঃ রহঃবৎাবহঃরড়হ, ঋঁহফধসবহঃধষরংঃ ঃযৎবধঃ; চবৎংঢ়বপঃরাব ংড়ঁঃয অংরধশীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবেএই সেমিনারে রাজশাহী এবং ঢাকার বিশিষ্ট বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন

    প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

    ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সাফল্যের জন্য আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলন শেষ করছিআপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ।তারিখ : ২০ এপ্রিল ২০১৪

     বরাবর

    সচিব

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    বাংলাদেশ সচিবালয়

    ঢাকা

    বিষয় ঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেস সংক্রান্ত

    প্রিয় মহোদয়,

    আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ এপ্রিল ২০১৪ রাজশাহী শহরে আমাদের পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেস অনুষ্ঠিত হবেউক্ত কংগ্রেসে বিদেশী ও জাতীয় নেতৃবৃন্দ ২৩.০৪.২০১৪ তারিখে যোগদান করবেনউক্ত কংগ্রেসে যোগদানের জন্য তাঁরা ঢাকা-রাজশাহী ট্রেনযোগে পদ্মাসিল্ক সিটিতে রাজশাহীতে যাবেনউপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য ও অবগতির জন্য জানানো যাচ্ছে