রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর শোকঃনিহতের পরিবারকে ১লাখ টাকা

    0
    184

    আমারসিলেট24ডটকম,২১অক্টোবরঃ দেশের রাষ্ট্রপতি আলহাজ্জ মোঃ আবদুল হামিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    সোমবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকশোকঃ দুঃখ প্রকাশ করেছেন।সোমবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

    অপরদিকে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।নাটোরের বড়াইগ্রামে বিপরীতমুখী যাত্রীবাহী দু’টির বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন মানুষের প্রাণহানির ঘটনায় আরও শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

    প্রসঙ্গত,নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেয়া হবে। এছাড়াও আহতদের সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা দেয়া হবে।  সোমবার গভীররাতে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল রাস্তার রেজির মোড়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।  এসময় মন্ত্রী আরো বলেন, “যারা আহত আছেন তাদের কিভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।”

    সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই মন্ত্রী নাটোরে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তার সঙ্গে ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মশিউর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, নাটোর পুলিশ সুপার বাসুদেব বণিক, অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন আহাম্মেদ।

    ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোর সদর হাসপাতালে আহতদের দেখতে যান। সেখানে তিনি আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন।  হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী নাটোরের গুরুদাসপুরের সিধূলী গ্রামে রওনা দেন। সেখানে ছয় সহোদরসহ একই গ্রামের ১২ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে ফিরে তিনি টাঙ্গাইলে রাত্রীযাপন করেন।

    উল্লেখ্য,সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কেয়া পরিবহনের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন।