রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গেলেন ৪০দেশের প্রতিনিধি

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩সেপ্টেম্বর,ডেস্ক নিউজঃ   মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন ৪০ দেশের প্রতিনিধিরা।

    বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদের বহনকারী বিমানটি রওনা দেয়। পৌনে ১১টার দিকে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে সড়কপথে রওনা দেন।

    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

    প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। বিকেল পৌনে পাঁচটায় তাদের ওই বিমানে করেই ঢাকায় ফেরার কথা রয়েছে। ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা রয়েছেন।ইনকিলাব