লিঙ্গ পরীক্ষা প্রচার নিষিদ্ধ ভারতে

    0
    167

    আমারসিলেট24ডটকম,২৯জানুয়ারীঃ জন্মের আগেই শিশুর লিঙ্গ জানতে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, ভারতে ইন্টারনেটে সেধরনের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করতে টেক জায়ান্ট গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
    ভারতে ব্যাপকহারে মেয়ে শিশুর ভ্রূণ হত্যার প্রেক্ষিতে এধরনের বিজ্ঞাপন প্রচার অবৈধ।
    তা সত্ত্বেও জন্মের আগেই শিশুর লিঙ্গ জানতে এধরনের বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার বন্ধ হয়নি, এই মর্মে একটি পিটিশনের জবাবে এমন নির্দেশনা জারী করেছে দেশটির আদালত।
    তবে গুগল ও মাইক্রোসফট বলছে, তারা এমন কিছু প্রচার করছে না যা কিনা ভারতে আইনের পরিপন্থী।
    দু’সপ্তাহের মধ্যে এবিষয়ে আরও বিস্তারিত রুল জারীর কথা জানিয়েছে আদালত।
    তথ্য প্রযুক্তি বিষয়ক লেখক প্রশান্ত কে রায় বিবিসিকে বলেন, এধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে।বিবিসিবাংলা