লেবাননের রাজধানী বৈরুতে শিয়া-সুন্নি আলেমদের প্রতিজ্ঞা

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মেঃ লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত আলেম সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিজ্ঞা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের বহু আলেম এ সম্মেলনে অংশ নিয়েছেন।

    সম্মেলনে অংশ নেয়া আলেমরা মুসলিম বিশ্বকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এক হওয়ার তাগিদও দিয়েছেন। এর পাশাপাশি তারা বলেছেন, ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করেছে। সম্মেলনে তারা মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানরা বর্তমানে যেসব সমস্যা মোকাবেলা করছে তা নিরসনের উপায় খুঁজে বের করারও কথা বলেন। মুসলমানদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্যও দূর করার ওপর জোর দেয়া হয়েছে এ সম্মেলনে।

    সম্মেলন আয়োজনকারী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব রেজিস্ট্যান্স গত বছর লেবাননের রাজধানী বৈরুতে গঠন করা হয়। কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে ইসরাইলের হুমকি মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান তৈরির জন্য লেবাননের রাজধানী বৈরুতে সংগঠনটির জন্ম হয়।সুত্রঃইরনা