শহীদ মিনারে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২ফেব্রুয়ারী,চুনারুঘাট প্রতিনিধি: অমর ২১শে ফেব্র“য়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়ার নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ চুনারুঘাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, আশরাফুল ইসলাম দুধু, যুগ্ম সম্পাদক এম.এস জিলানী আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরামুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর শীল, অন্যদিকে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, সদস্য টিপু ফরাজী, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি সিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা ছায়েম তালুকদার, আশিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলার সাধারণ কেয়ারটেকার মাওঃ মোশাহিদুল ইসলাম, উপজেলা স্কাউট ও গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের স্কাউট, রোভার স্কাউট সদস্যবৃন্দরা হলেন- মোঃ সাদেক হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ খাইরুল হাসান, মোঃ নুরুদ্দিন খান, সাকিব, মোঃ ইয়াসির আরাফাত ইমন, মোঃ কাউসার হাসান, মোঃ আশিকুল ইসলাম পিয়াস, ডাঃ বাদল চক্রবর্তী, নন্দন চক্রবর্তী, মাওলানা আব্দুল আজিজ খান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ৪নং পাইকপাড়া ইউ/পি, জাহাঙ্গীর আলম মাষ্টার, ডাঃ আব্দুল আউয়াল, আব্দুস সাত্তার, এইচ.আর. আফজাল, মোঃ ইলিয়াস তালুকদার, সিনিয়র শিক্ষক রানীগাঁও দাখিল মাদ্রাসা প্রমুখ।

    অপরদিকে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় চুনারুঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে তরফ সাহিত্য পরিষধের প্রকাশনায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী নামে একটি বই লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, সুপার মাওলানা আব্দুর রউফ, বাবু বিদ্যুৎ রঞ্জন পাল, চুনারুঘাট মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারী মাসুক মিয়া, প্রাইমারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুতাহির চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী ফারুক মিয়া, প্রভাষক মাজহারুল ইসলাম, বাহার মাষ্টার, সাংবাদিক আজিজুল হক নাসির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মাওলানা মোশাহিদ মোনাজাতের মাধ্যমে বই মোড়ক উন্মোচনের অনুষ্ঠান সমাপ্তি করেন।