শার্শার লক্ষণপুর ইউপি’র চেয়ারম্যান বহিষ্কার

    0
    421

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯আগস্ট,এম ওসমান: যশোরে শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় বহিষ্কার আদেশের চিঠি ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।

    লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সচিব আনিসুজ্জামান জানান, লোকাল গভর্নমেন্ট সাফট প্রজক্টের ১১ লাখ ৫৮ হাজার টাকার বরাদ্দ থেকে চেয়ারম্যান কামাল হোসেন বিভিন ভাবে ৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাত করেন। এ অভিযোগে সংশিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পায়। ফলে তার বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে চেয়ারম্যান কামাল হোসেন আত্মসাতকৃত ৩ লাখ ৮২ হাজার টাকা ফেরত দিয়েছেন বলেও জানান তিনি।

    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দূর্নীতিবাজ চেয়ারম্যান বহিষ্কার হওয়ায় এলাকার সাধারণ জনগণ মিষ্টি বিতরণ করেছে।