শিক্ষক লাঞ্ছিতঃশার্শায় মানববন্ধনে ইউএনও’র অপসারন দাবী

    0
    268

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪নভেম্বর,এম ওসমান,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে পিইসিই পরীক্ষার হল থেকে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক বজলুর রহমানকে হ্যান্ডক্যাপ পরিয়ে আটকের পর কারাদন্ড দেওয়ার প্রতিবাদে কালো ব্যাচ ধারন, মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

    বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী নেতৃত্বে মেইন সড়কের উপর মৌন মিছিল সহকারে মানব বন্ধন করেন সংশ্লিষ্ঠ উপজেলার ৮’শ ২০ জন শিক্ষক/শিক্ষিকা।

    এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন এ মৌন মিছিল ও মানব বন্ধন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

    এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইজ্জত আলী বলেন, যতোদিন পর্যন্ত শার্শা উপজেলার বিতর্কিত নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামকে অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত শিক্ষক সমিতির এ আন্দোলন চলতে থাকবে।