শ্রীমঙ্গলে কাপপ্লেট প্রতীকের সমর্থনে নির্বাচন আচরণবিধি লংঘন করায় জরিমানা

0
32
শ্রীমঙ্গলে কাপপ্লেট প্রতীকের সমর্থনে নির্বাচন আচরণবিধি লংঘন করায় জরিমানা

আমার সিলেট রিপোর্ট: শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী আচরণ বিধি অমান্য করার অপরাধে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে কাপ প্লেট প্রতীকের প্রার্থী ভানু লাল রায়ের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার।

আজ ২২ মে রোজ সোমবার রাত পৌনে আটটায় উপজেলা শহরের মৌলভীবাজার রোড থেকে চৌমুহনা চত্বরমুখী কাপপ্লেট প্রতীকের সমর্থনে শোডাউন করায় জরিমানা করেন,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার।
এ ব্যাপারে কাপপ্লেট সমর্থনকারী সাব্বির মিয়া জানান, আমরা একটি মিটিং এ ছিলাম সেখান থেকে যাওয়ার পথে আমাদের কে জরিমানা করা হয়েছে, এতে আমাদের কোন আপত্তি নেই তবে আমরা বিষয়টি জানতাম না।

মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার উপরোক্ত জরিমানা আদায়ের কথা স্বীকার করে আমার সিলেটকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে সব প্রার্থীর বেলায় নির্বাচন বিধি মোতাবেক আইনী ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব।