শ্রীমঙ্গলে শিক্ষকদের অবহেলায় ক্ষতিগ্রস্থ হাজারো গাছের চারা

    0
    204

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জুলাই,নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থ হয়ে গেল ৩ হাজার উন্নত জাতের চারা। রাজশাহীর  উন্নত আম ও নিমগাছের চারা দিয়েছেন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য কেয়া কসমেটিকস লিমিটেড নামক  একটি প্রতিষ্ঠান ।কথা ছিল  চারা গুলো প্রতি ছাত্রকে দু’টি করে দিয়ে বৃক্ষ রোপণে তাদের আগ্রহী করার। এর বদলে গাছের চারা দিয়ে ছাত্ররা ফুটবল বানিয়ে মাঠে খেলা করতে দেখা যায় বলে সুত্রে জানা গেছে।

    রাস্তায় পরে থাকা গাছের চারা

    সরেজমিন ঘুরে সাংবাদিক মামুন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন,”শহরের বিভিন্ন রাস্তায় পড়ে থাকতে দেখা গেলো অনেক গাছের চারা।স্কুল মাঠে তো রয়েছেই।ছাত্ররা সাধারণত গাছ প্রেমিক ফুল প্রেমিক হয় কিন্তু জীবনের প্রথম আমি আজ এমন দৃশ্য দেখলাম যা বিশ্বাস করা কষ্টকর।”

    প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বিশেষ কাজে  ঢাকা থাকায় অপর শিক্ষক আব্দুর রহমান জানান “ছাত্রদের লাইনে দাঁড় করানো হয়েছিল। হঠাৎ বৃষ্টি আসায় কর্মসূচি এলোমেলো হয়ে গেছে।”