শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে ত্রিমুখী  সিএনজি দুর্ঘটনা

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬সেপ্টেম্বর:  বুধবার সন্ধ্যা ৭ টার দিকে  শ্রীমঙ্গল – মৌলভীবাজার সড়কের লামুয়া গ্রামে এক সাথে ৩ টি সিএনজি দুর্ঘটনার স্বীকার হয় এতে কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে, তবে বিস্তারিত জানা যায়নি।

    স্থানীয় সুত্র জানায় দুর্ঘটনার পরপর শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রাহমান  পুলিশের একটি দল নিয়ে স্পটে আসেন এবং  আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।সুত্র আরও জানান দুর্ঘটনার স্বীকার ৩টি  সিএনজি খাদ থেকে তুলে  পুলিশের নেতৃত্ত্বে  থানায় নিয়ে যাওয়া হয়েছে।