শ্রীমঙ্গল সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা আত্মসাতে অভিনব কায়দা

    0
    295

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী  সোনালি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে  বয়স্ক ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সোনালি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় বয়স্ক ভাতা উত্তোলন করতে আসা   রাজঘাট ইউপির ৪ নং ওয়ার্ড  উদনা ছড়া চা বাগানের ৩ বৃদ্ধা মহিলার ৩৬০০ টাকা বয়স্ক ভাতা আত্মসাতের  অভিনব কায়দার সংবাদ পাওয়া গেছে।

    বয়স্ক ৩ মহিলার অভিযোগে জানা যায়, তারা বলেন, আজ সকাল থেকে ভাতার জন্য তারা অপেক্ষা করছে,এমন সময় একজন এসে তাদের কে বলছে আপনাদের বই গুলো  নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে দেন আমি বই গুলোতে কাগজ লাগিয়ে দেয়।সরল বিস্বাসে বৃদ্ধা ৩ জন নিজ নিজ বই ওই লোকটির কাছে দিয়ে অপেক্ষা করতে থাকে। সময় গড়িয়ে ৩ টা  হয়ে যাচ্ছে তাদের সাথের সবাই  চলে গেলেও তারা  বয়স্ক ভাতার বই পাওয়ার অপেক্ষা করছে।

    এক পর্যায়ে ব্যাংকে আসা  লোকজন তাদের কান্নাকাটি দেখে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি খুলে বলেন। পরে অনেক খুজে বই গুলো পাওয়া যায় তবে  তাদের নামের  টাকা  ক্যাশ থেকে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে।  রাজঘাট  চা বাগানের সেলিম মিয়া, সোনাছড়ার কার্ত্তিক  চন্দ্র দাস ও মিরজাপুর ইউপির  এক সদস্যের মাধ্যমে শাখার ম্যানেজারের শরণাপন্ন হন। পরিশেষে ব্যাংক ম্যানেজার বিষয়টির সমাধান  না দিতে পেরে আগামী রোববার পর্যন্ত সময় নেন এবং তাদের কে বাড়ি পর্যন্ত যাওয়ার ভাড়া তার নিজ হাত থেকে দিয়ে দেন।

    সকলের কাছে একটিই  প্রশ্ন ?যারা ব্যাংকে বই নিয়ে এসেছে টাকা তোলার জন্য, তাদের কে ছাড়া ক্যাশ থেকে  বয়স্ক ভাতা  উত্তোলন কি করে  সম্ভব হল। মহিলাদের হাতে টিপসহি দেওয়ার কোন দাগ নেই। অপরদিকে  ব্যাংকে সিসি ক্যামেরাও রয়েছে। সরেজমিনে দেখা গেছে  সোনালি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় বয়স্ক ভাতা উত্তোলন কারীদের ভীড়।