সংখ্যাগরিষ্ঠতা পেলে অযোধ্যায় গ্র্যান্ড রাম মন্দির নির্মাণ করা হবে

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জানুয়ারী,ডেস্ক নিউজঃ  ভারতের উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে অযোধ্যায় গ্র্যান্ড রাম মন্দির নির্মাণ করা হবে ঘোষণা দিয়েছে রাজ্যটির বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর্য।

    উত্তর প্রদেশে ১১ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে দলীয় ভোট বাক্স ভরাতে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, ‘রামমন্দির বিশ্বাসের ব্যাপার। দু’মাসের মধ্যেই যে মন্দির গড়ে উঠবে, তা নয়। কিন্তু ভোটের পরেই মন্দির নির্মাণ শুরু করা হবে। বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে।’ গতকাল (মঙ্গলবার) দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি সভাপতি ওই মন্তব্য করেন।

    চলতি জানুয়ারি মাসেই ভারতে ধর্ম, জাতি, সম্প্রদায় বা ভাষার নামে ভোট চাওয়াকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কোনো প্রার্থী বা তার প্রতিনিধি নির্বাচনি প্রচারে ধর্ম, ভাষা, সম্প্রদায় বা জাতির ভিত্তিতে প্রচার করতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়। ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া নির্বাচনি আইনের দৃষ্টিতে দুর্নীতিপূর্ণ আচরণের সমান বলেও সর্বোচ্চ আদালত জানিয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে নির্বাচনের মুখে বিতর্কিত স্থানে ভগবান রামের মন্দির নির্মাণের কথা বলে হিন্দুত্ববাদী বিজেপি ধর্মীয় তাস খেলে ফায়দা তোলার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

    উত্তর প্রদেশে নির্বাচনের আগে বিজেপি নেতাদের পাশাপাশি হিন্দুদের ধর্মীয় নেতারও সক্রিয় হয়েছেন। সম্প্রতি আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি অযোধ্যায় এসে আমাদের প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে রাম মন্দির নির্মাণ করা হবে তাহলে আমরা বিজেপিকেই সমর্থন করব।’

    এদিকে, এলাহাবাদে গতকাল (মঙ্গলবার) শেষ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের ৩ দিনের  বিশেষ বৈঠক। বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলের ওই বৈঠক ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে গতকাল ২৪ জানুয়ারি শেষ হয়। ওই বৈঠকে রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মোহন্ত নৃত্যগোপাল দাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অযোধ্যায় রাম  মন্দির নির্মাণ করার জন্য দীর্ঘ সময় পার হয়ে গেছে। এবার হিন্দু জনমানসের ধৈর্য হারিয়ে যাচ্ছে। এ জন্য চৈত্র মাসের প্রতিপদ থেকে চূড়ান্ত আন্দোলন শুরু হবে।’

    আখড়া পরিষদের সভাপতি মোহন্ত নরেন্দ্র গিরি বলেছেন, ‘রাম মন্দিরের জন্য দেশ  জুড়ে জনজাগরণ করা উচিত, যাতে সংসদে এ নিয়ে আইন তৈরি করা হয়।’

    স্বামী বাসুদেবানন্দ সরস্বতী বলেন, ‘সাধু সমাজ সরকারের ওপর নির্ভরশীল নয়। রাম মন্দির নির্মাণ ঐশ্বরিক কাজ। নতুন বছরে (চৈত্র মাসে) বিশাল মন্দির নির্মাণ করার টার্গেট নেয়া হয়েছে।’

    বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গ দর্শকমণ্ডলের ওই বঠকে ৫ দফা প্রস্তাবের মধ্যে রাম মন্দির নির্মাণ এবং এ নিয়ে আইন, দেশে গরু জবাই বন্ধের জন্য আইন এবং দেশে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার প্রস্তাব গৃহীত হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মোহন্ত নৃত্যগোপাল দাস।পার্সটুডে