লকডাউন ঘোষণার পরপর শ্রীমঙ্গলে বেড়েছে পুলিশি চেকপোস্ট

    0
    245
    সাদিক আহমেদ, নিজস্ব প্রতিনিধি: প্রবাসি অধ্যুষিত মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলায় খুব জোরেশোরে চলছে পুলিশি টহল ও চেকিং।
    সরেজমিনে দেখা গেছে রাস্তায় ট্রাফিক বিভাগের পুলিশের পাশাপাশি রয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্যরা।
    এসময় বিভিন্ন গাড়িকে চেক করে পুলিশের সদস্যরা। করুনা ভাইরাস  পরিস্থিতি এবং ভয়াবহতা সম্পর্কে ভালো ভাবে বোঝানোর চেষ্টা করছেন তারা।
    তবে কোনো রকম বাধা ছাড়াই জরুরি এম্বুলেন্স, প্রশাসন ও সাংবাদিকদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।
    এ সময় দেখা গেছে শ্রীমঙ্গল শহর অভিমুখী রিকশা-অটোরিকশা, টমটম এবং সিএনজিকে শহরে ঢুকতে দেয়া হচ্ছে না।
    শহর অভিমুখী লোকদের শহরে যেতে কারণ দর্শাতে হচ্ছে, উপযুক্ত প্রমাণ দিতে না পারলে ফিরে যেতে হচ্ছে তাদের এমনকি শাস্তির মুখে পড়তে হচ্ছে কাউকে কাউকে।
    উল্লেখ্য, আজ মৌলভীবাজার জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক নাজিয়া শিরিন। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না  ছড়িয়ে পড়ে এজন্যই লকডাউন এর উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
    তার জের ধরেই পুরো জেলাসহ কড়াকড়িভাবে শ্রীমঙ্গল উপজেলায় ও পুলিশের টহল চলছে এবং প্রতিদিনই জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য এভাবেই রাস্তায় পুলিশি টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টহল দলের উপস্থিত পুলিশ সদস্যরা।