সমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে সুনামগঞ্জের গৌরারংবাসীর সংবর্ধনা

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারীঃ  দেশবিরোধী জঙ্গিগোষ্ঠীকে কোনভাবেই সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। দেশে সমাজকল্যাণ সহ সকল ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার বিরোধী অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকে এদেশের জনগণ ধুলিস্মাত করবে।

    তিনি গত বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ উত্তরের মাঠে আয়োজিত গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় গৌরারং ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সচিব মোহাম্মদ আলী খুশনুর।

    বাংলাদেশ বেতারের ঘোষক সংস্কৃতি কর্মী আবু বকর আল আমীনের পরিচালনায় এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো: ফুল মিয়া, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী, সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম সুয়েব ও মিজানুর রহমান কয়েস, জেলা শ্রমিক লীগ নেতা কামাল রেজা, শিক্ষক আসিফ আহমদ, সুমন চৌধুরী, কামাল চৌধুরী, আব্দুল কুদ্দুস মেম্বার, কবির হোসেন পীর, কাজল তালুকদার প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন অষ্টগ্রাম আহমদাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কলিম উদ্দিন। গীতা পাঠ করেন চয়ন তালুকদার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অষ্টগ্রাম আহমদাবাদ দাখিল মাদরাসার সুপার ফজলুল হক চৌধুরী।
    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আরো বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলা যোগাযোগ, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকায় আজ সুনামগঞ্জ সহ সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সুনামগঞ্জের উন্নয়নে মন্ত্রী কাজ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সমাজের কল্যাণে যা যা করা প্রয়োজন সুনামগঞ্জে তা বাস্তবায়ন করা হবে।
    সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, সুনামগঞ্জের কৃতি সন্তান সিভিল প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরীর শ্বশুড় নুরুজ্জামান আহমেদ আজ মন্ত্রী হিসেবে এখানে এসেছেন। এ এলাকার উন্নয়নে ইতোমধ্যে অনেক কাজ করেছেন জিল্লুর চৌধুরী। আগামী দিনে আমরা সকলের সহযোগিতায় পিছিয়ে পড়া এ অ লকে উন্নয়নের দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি এ জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে সুনামগঞ্জের রাস্তাঘাট, বিদ্যুতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
    অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে সম্মাননা জানানো হয়। এর আগে মন্ত্রী স্থানীয় অষ্টগ্রাম আহমদাবাদ দাখিল মাদরাসার নামফলক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী মাদরাসার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন।