সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার নাসিরনগরে আহলে সুন্নাত নেতৃবৃন্দ

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১নভেম্বর,বিশেষ প্রতিনিধিঃ আহলে সুন্নাত ওয়াল জমা’আত  সমন্বয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ১১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত ৩০ অক্টোবর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার শিকার মানুষ ও তাদের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন এবং শান্তনা প্রদান করেন । ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আল্লামা এম এ মতিন, সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে ‍সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি অধ্যক্ষ নাজিম উদ্দিন আল-কাদেরী, নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকেই।

    পরিদর্শন শেষে আল্লামা এম এ মতিন ও সদস্য সচিব সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন- ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যুদ্ধে যাপিয়ে পড়ে এদেশ স্বাধীন করেছেন কিন্তু আমাদের মুসলমানের মধ্যে একটা দল স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা এদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই। তারই ধারাবাহিকতায় আজকের এই নাসিরনগরে পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে।

    সাংবাদিকদের লক্ষ্য করে তারা আরো বলেন, আজকে একটা গোষ্ঠী তাদের বিশেষত্ব হারিয়ে যাওয়ায় তারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাআত নাম ব্যবহার করে সূফিবাদী সুন্নী পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এদের ব্যাপারে মিডিয়া কর্মীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার মূলহোতাদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।