সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

    0
    188

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬ফেব্রুয়ারী,নজরুল ইসলাম:  সিলেটের ফেঞ্চুগঞ্জস্থ মাজগাঁও রেল স্টেশনের কাছে পালবাড়ি নামক স্থানে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৩ টার সময় মাইজগাঁও ষ্টেশন থেকে কুলাউড়া গামী একটি মালবাহী ট্রেনের বগি ভাটেরা ষ্টেশনের পার্শ্ববর্তী স্থানে লাইনচ্যুত হয়। মাজগাঁও রেল স্টেশনের ম্যানেজার জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হতে আরো প্রায় দুইঘন্টা সময় লাগতে পারে।

    এদিকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের নির্ধারিত সময় ৩:০০ টায় সিলেট ছাড়ার কথা থাকলেও এখনো পর্যন্ত রেললাইন স্বাভাবিক না হওয়ায় ট্রেনটি ছাড়তে পারছেনা।

    সরেজমনি কুলাউড়া রেল ষ্টেশন এলাকা ঘুরে দেখা যায় শতাধিক ঢাকাগামী অপেক্ষমান যাত্রী ট্রেন আসার অপেক্ষায় বসে আছেন।

    কর্তব্যরত ষ্টেশন মাষ্টার জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধাকারী ট্রেনটি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, আশাকরি সন্ধ্যা ৭:০০ টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ সংবাদ লিখার শেষ পর্যায়ে সন্ধ্যা পৌনে ৮ টায়  শ্রীমঙ্গল সহকারী ষ্টেশন মাস্টার শাখাওয়াত জানান রেল চলাচল স্বাভাবিক হয়েছে।