সিলেটের সুনামগঞ্জে দু’দফা সংঘর্ষে পুলিশসহ আহত-৭৫

    0
    190

    আমারসিলেট24ডটকম,২৮জানুয়ারী:  সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে দু গ্রামবাসীর মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনায় ১ পুলিশসহ ৭৫ জন আহত হয়েছেন।
    সুত্র থেকে জানা যায়, প্রথম সংঘর্ষের সুত্রপাত হয় মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কর্নেল আলী ও রাজনপুর গ্রামের তাজির উদ্দিনের লোকজনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় মঞ্জুর নামে এক পুলিশ কনস্টেবলসহ ৫০ জন আহত হয়। বুধবার সকালে উপজেলার দোয়ালিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো ২৫ জন আহত হয়। আহতদের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।

    গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আখতার হোসেন একই ইউনিয়নের রাজনপুর গ্রামের জামাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সহ অর্ধশতাধিক আহত হন। এরই জের ধরে  বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় দোয়ালিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ  সতর্ক রয়েছে।