সীমান্ত সম্মেলন:বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে

    0
    218

    আমারসিলেট24ডটকম,২০নভেম্বর,এম,ওসমান: অবৈধ অনুপ্রবেশ নারী-শিশু ও মাদক, অস্ত্র পাচার রোধ এবং সীমান্ত পিলার চিহ্নিকরনসহ বিভিন্ন সমস্যা নিরসনে দু’দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপৃুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে  ভারতে গমন করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের ২৪পরগনার বারাসাতে দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন পরিবেশে বৈঠক অনুষ্টিত হবে। বেনাপোল চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে প্রতিনিধিদলকে  ভারতের প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরের নের্তৃত্বে প্রতিনিধিদলে আছেন যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক, সীমান্তবর্তী তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য, ভুমি জরিপ বিভাগের সদস্য, বন্দর ও কাষ্টমস প্রতিনিধিদের সদস্যরা।
    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান। বেনাপোল স্থল বন্দর চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে বারাসাতে সীমান্ত সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলটি। দু’দিনের সম্মেলন শেষে ২২ নভেম্বর প্রত্যাগমন করবে দলটি।