সীমাহীন লোডশেডিংএ অতিষ্ঠ বিয়ানীবাজারবাসীঃপ্রতিবাদ সভা

    0
    223

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৮সেপ্টেম্বর,বিয়ানীবাজার প্রতিনিধিঃ দেশে যখন পর্যাপ্ত বিদ্যুৎ উদপাদনের ঘোষণায় জনগণ আশ্বস্ত ঠিক তখনই সিলেটের বিভিন্ন এলাকায় চলছে এ ক্ষেত্রে ঘাপলা।ক্ষতিগ্রস্থ হচ্ছে ছোট ছোট ব্যবসায়িক খামারসহ নানা শিল্প প্রতিষ্ঠান। সব চেয়ে বেশী ক্ষতি গ্রস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা।  এমন পরিস্থিতিতে বিদ্যুতের সীমাহীন  লোডশেডিংএ  অতিষ্ঠ হয়ে  ফুঁসে উঠছে বিয়ানীবাজারের সাধারণ জনগন।

    ভুক্তভোগী স্থানীয় জনতার উদ্যোগে মঙ্গলবার  বাদ মাগরিব বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাবসায়ী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শ্রমিক-মজুর সহ বিয়ানীবাজারের সর্বস্থরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

    সমাবেশে উপজেলা শ্রমিক নেতা শাহজানুল ইসলাম লায়েকের পরিচালনায় ও আওয়ামীলীগ নেতা নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বির,  বীরমুক্তিযোদ্ধা সহিদ আলী, পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, হাসান শাহরিয়ার, ছালেহ আহমদ শাহীন, ছিদ্দিকুর রহমান, সাইদুজ্জামান টিপু  প্রমুখ।বক্তাগণ অতি দ্রুত এলাকায় বিদ্যুতের এ আসা যাওয়ার খেলা বন্ধ করে  শিল্প প্রতিষ্ঠানসহ ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময়ে এ খেলা বন্ধ করে সরকার নির্দেশিত সেবা প্রদানের দাবী জানান,নতুবা শক্ত আন্দোলনের যেতে বাধ্য হবে বলে জানান বক্তাগণ।