সুনামগঞ্জে ১৫৪ বোতল ভারতীয় মদ আটক

    0
    404

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জুলাই,মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১৫৪বোতল মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২লক্ষ ৩১হাজার টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার রাত ১২টা থেকে  সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্তের ১২১৬ এর ৯-এস পিলার সংলগ্ন কান্দারগাঁও গ্রাম থেকে ৮৯ বোতল ও ডুলুরা সীমান্তের ১২১২এর ৪-এস পিলার সংলগ্ন ধোপাজান চলতি নদীর পাড় থেকে ৪৭ বোতল মদ আটক করা হয়।

    অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৯-এস সংলগ্ন পুরান লাউড়গড় এলাকা দিয়ে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া ভারত থেকে মদ পাচাঁর করে তাদের কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় ১৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ফেলে দিয়ে চোরাকারবারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ আটককের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।