সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারেও ঈদুল আজহা উদ্‌যাপন

0
18
সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারেও ঈদুল আজহা উদ্‌যাপন

আমার সিলেট ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলে এবং মৌলভীবাজারেও ঈদুল আজহা উদ্‌যাপন হয়েছে।
রোববার (১৬-জুন-২০২৪) জেলার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ৭টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। ঈদুল আজহার নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা অংশ নেন।

শতাধিক মুসল্লির মধ্যে নারী ও পুরুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন। স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
উল্লেখ্য, বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আগামীকাল পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।