স্টোনক্রাশার বহালের দাবিতে সিলেটের ধোপাগুলে সমাবেশ

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারীঃ সিলেটের ধোপাগুল এলাকায় অবস্থিত স্টোন ক্রাশার ও পাথর ব্যবসা বহাল রাখার দাবিতে এক গণ সমাবেশ গতকাল ২৫ ফেব্র“য়ারি শনিবার স্থানীয় ধোপাগুলস্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ৩নং খাদিম নগর ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন। দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্টোন ক্রাশার মালিক সমিতির আহ্বায়ক হাজী নাছির উদ্দিন, সাবেক সভাপতি ওসমান মিয়া, সদস্য সচিব সৈয়দ ছালেহ আহমদ শাহনাজ, ইউপি সদস্য ফয়জুর রহমান, সিরাজুল ইসলাম, শাকির মিয়া, দেলোয়ার হোসেন দিলু, বশির আহমদ, আনসার আলী, শামীম আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগম, নেছারুন নেছা, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, মুহিবুর রহমান সোলেমান, আব্দুল হক, মঈন উদ্দিন, শামসুল ইসলাম, ইসমাইল আহমদ, আওয়ামীলীগ নেতা আজমল আলী, আব্দুস সালাম, সৈয়দ মনসুর আহমদ শাহী, হাজী রফিকুল ইসলাম, রাজিব হোসেন লিটু প্রমুখ।

    বক্তারা বলেন, হাজার হাজার মানুষের কর্ম সংস্থান ধোপাগুল এলাকায় অবস্থিত স্টোন ক্রাশার ও পাথর ব্যবসা উচ্ছেদ হলে এলাকার বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বে, শত শত ব্যবসায়ী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে, এলাকায় হাহাকার নেমে আসবে। তারা লাখো মানুষের কর্মস্থল স্টোন ক্রাশার ও পাথর ব্যবসা বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।