স্পেনে বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ পুনর্মিলনী

    0
    243

    স্পেনের রাজধানী মাদ্রিদে বালাগঞ্জ উপজেলার স্পেন প্রবাসীদের নিয়ে গঠিত বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মাদ্রিদের বাংলা টাউন রেষ্টুরেন্টে মাদ্রিদে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বালাগঞ্জবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়।

    নবনির্বাচিত সভাপতি, আবুল কলামের সভাপতিত্বে যুবনেতা ওলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যাবসায়ী আল মামুন।  কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান ,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির মাদ্রিদের সভাপতি তামিম চৌধুরী ,গ্রেটার সিলেটা এসোসিয়েশনের আহ্বায়ক ফয়জুর রহমান বড় ভাই ,সদস্য দবির তালুকদার ,রাজনীতিবিদ বদরুল ইসলাম, আব্দুর রহমান, আসাদুর রহমান ছাদ।

    স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বাদশা।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ,শাহ মতিউর  রহমান ,রাহেল চৌধুরী ,হাজী তোয়াবুর রহমান ,আবু সুফিয়ান ,কাহের আহমেদ ,আব্দুল মালেক ,রাজু ,শাকিল আহমেদ ,এম এ মান্নান ,এম এ হান্নান আব্দুল আহাদ ,এম এ আজাদ ,জায়েদ আহমেদ ,ফয়েজ উদ্দিন প্রমুখ |

    প্রধান অতিথির বক্তৃতায় আল মামুন বলেন ,সঠিক লক্ষ্য নিয়ে কাজ করেলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থেই সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তাই আমদের সকলের উচিৎ হবে, সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদবীর লোভ বিসর্জন দিয়ে, সম্মাননা উপাধী বানিজ্যের চিন্তা না করে; সত্যিকার উন্নয়নমূলক কাজের সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন করা।

    সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুর রহমান বলেন, প্রবাসের বুকে আমি আমার এলাকার প্রবাসীদের নিয়ে যে সংগঠনের যাত্রা শুরু করেছি তা স্পেনের প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটাবো এবং আগামী এক বছরের মধ্যে আমাদের সংগঠন হবে আঞ্চলিক সংগঠনসমূহের রোল মডেল।  তিনি বালাগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে স্পেনে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।

    অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশীদের এবং সংগঠনের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।