হবিগঞ্জের জিকে গউছ কারামুক্ত

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জানুয়ারী,হবিগঞ্জ প্রতিনিধি: কারাগার থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছ। বুধবার বিকাল ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
    এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিকে গউছ কারাগার থেকে বের হয়ে মেয়র আরিফুলের বৃদ্ধ মাকে দেখার জন্য বাসায় গেছেন এবং সিলেট মাজার জিয়ারত শেষে রাতেই হবিগঞ্জ ফিরছেন।
    এর আগে বুধবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে পিডব্লিউ (প্রডাকশন ওয়ারেন্ট) প্রত্যাহার হয়।
    সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিষ্ফোরক মামলা ও সুনামগঞ্জের
    দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলায় উচ্চ আদালত থেকে জামিন পাবার পর পিডব্লিউ(প্রডাকশন ওয়ারেন্ট) থাকায় কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।
    সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির আহমদ পাটোয়ারীর আদালতে পিডব্লিউ’র শুনানী শেষে আদালত তা প্রত্যাহার করার আদেশ দেন।
    এ আদেশ কারাগারে পৌছার পরই মুক্তি পান আরিফুল। এর আগে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে সবকটি মামলায় জামিন পান জিকে গউছ।