হবিগঞ্জে দুই শিশুর একসাথে মৃত্যু নিয়ে রহস্যের দানা বেধেছে

0
193

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে ।
রোববার (২০ নভেম্বর ২০২২) সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এর মৃত্যুর ঘটনাটি ঘটে। তবে চিকিৎসক আশঙ্কা করছেন খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টরচালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে দুই ভাই ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুই ভাই কুল ফল খায়। হঠাৎ করে তারা ‘ভূত ভূত’ চিৎকার করে বাইর থেকে দৌড়ে ঘরে ঢুকে মা-বাবাকে জড়িয় ধরে জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা সংবাদমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।”