হবিগঞ্জে পৃথক স্থানে সংঘর্ষঃআহত-৩০

    0
    192
    আমারসিলেট24ডটকম,১৪জানুয়ারী,তফিদুর রহমান তৌফিকঃ হবিগঞ্জ শহরসহ  পৃথক পৃথক স্থানে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শহরের শায়েস্তানগর মোকামবাড়ী এলাকার আবিদ উল্লার পুত্র আদম আলী ও আবদুর নূরের মধ্যে বাসার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আদম আলী ও আবদুর নূরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রায়হান মিয়া, মিনু আক্তার, আদম আলী, আবদুর নূর, সারোয়ারকে হবিগঞ্জ সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অপরদিকে,  জেলার বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের আবুল হোসেনের পুত্র সেলু মিয়া ও মলাই মিয়ার পুত্র সজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে সেলু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জায়গাটি দখল করতে গেলে সজল মিয়ার লোকজন তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় টেঁটাবিদ্ধ সেলু মিয়াকে সিলেট এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার এসই মজিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।