আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারী,নিজস্ব প্রতিনিধিঃ   সারা দেশের ন্যায় একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিট থেকে ক্রমান্বয়ে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ধর্মিয় সংগঠন।

    জাতীয় ও আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকেও আজ ২১ শে ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে সকল ভাষা শহীদদের প্রতি  তাদের আত্মার মাগফেরাত করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

    এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,সহ সভাপতি মুনসুর আহমদ,সহ-সাধারণ সম্পাদক-জহিরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক-আব্দুল মজিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক-মকবুল হাসান ইমরান,অর্থ সম্পাদক আবুল হাসনাত মারুফ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-আবুল কালাম আজাদ,কার্যকরি সদস্য-জাতীয় বীর শেখ জামান,কার্যকরি সদস্য-ফারুক আহমদ,কার্যকরি সদস্য-কাজল শীল,কার্যকরি সদস্য-অজয় সিং,সদস্য-রফিকুল ইসলাম,সদস্য-হাবিবুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দও সদস্যগন  শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহন করেন।

    উল্লেখ্য, আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন। যাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি তাদের ঋণ কোনদিন শোধ হবার নয়। তাদের নিঃস্বার্থ প্রাণের বিনিময়েই  আজ বাংলা ভাষায় কথা বলা যায়। তাই সেসব শহীদদের হারানোর শোকের পাশাপাশি আজ আমাদের এক অতি আনন্দের দিনও বটে।

    এই শোক এবং আনন্দঘন মূহুর্তে আমরা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও নিজ  নিজ ধর্মানুসারে  তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা প্রত্যেক নাগরিক অধিকার। সেই সাথে  প্রতিজ্ঞা বদ্ধ  থাকা উচিৎ, আমরা যেন কখনই নি জস্ব ভাষা ও সংস্কৃতি বিকিয়ে না দেই কোন দেশিবিদেশী দালালদের কাছে। প্রাণের বিনিময়ে হলেও যেন আমরা আমাদের জাতিসত্ত্বাকে রক্ষা করতে পারি প্রত্যাশা আগন্তক সচেতন নাগরিকদের।