কমলগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

    0
    221

    আমারসিলেট24ডটকম,২১অক্টোবর,শাব্বির এলাহীঃ জাতীয় স্যানিটেশন মাস “অক্টোবর-২০১৪” উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ এর আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার শামছুদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ব্র্যাক ওয়াশ কর্মসূচি’র মৌলভীবাজার এর আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. পনিরুজ্জামান।

    উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী ও প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন দে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ব্র্যাক ওয়াশ কর্মসূচি’র উপজেলা ব্যবস্থাপক মো. আমিরুজ্জামান প্রধান প্রমুখ।